৯:১৮ পূর্বাহ্ণ
চলে গেলেন ক্ষেতলালের বিশিষ্ট ব্যবসায়ী রায়হান চৌধুরী

চলে গেলেন ক্ষেতলালের বিশিষ্ট ব্যবসায়ী রায়হান চৌধুরী-thetopnews24.com
৭ জানুয়ারী ২০২১ ৯:১৮ পূর্বাহ্ণ
আখতারুজ্জামান তালুকদার, ক্ষেতলালঃ
জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার পৌরসভার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী রায়হান চৌধুরী অবশেষে সবচেষ্টাকে ব্যর্থ করে চলে গেলেন ওপারে।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ বুধবার ( ৭ জানুয়ারী) ভোর ৪ টা ৫ মিনিটে ক্ষেতলাল পৌরসভার শাখারুঞ্জ চৌধুরীপাড়া গ্রামের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী রওনকুল ইসলাম (টিপু) চৌধুরীর বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী রায়হান চৌধুরী ( ৬৯ ) ঢাকার একটি বেসরকারী হাসপাতাল লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি কোন রাজনৈতিক পদে ছিলেন না তবে রাজনৈতিক দল বিএনপি কে সমর্থন করতেন।
আজ বুধবার বিকেল ৩ টায় প্রথম জানাযা নামাজ তাঁর উপজেলার ইটাখোলা বাজারস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান অটো চাতালে এবং ৪ টা ৩০ মিনিটে দ্বিতীয় জানাযা নামাজ তাঁর নিজ গ্রাম শাখারুঞ্জ চৌধুরী পাড়ায় অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তাঁর পারিবারিক সূত্রে জামান চৌধুরী নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র সন্তান, ২ (দুই) ভাই ও ৫ ( পাঁচ ) বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল।