৭:২৮ অপরাহ্ণ
গাইবান্ধা পলাশবাড়ীতে মাস্ক না পরায় ৯ টি মামলায় ৩৫০০ টাকা জরিমানা

গাইবান্ধা পলাশবাড়ীতে মাস্ক না পরায় ৯ টি মামলায় ৩৫০০ টাকা জরিমানা-thetopnews24.com
২৩ নভেম্বর ২০২০ ৭:২৮ অপরাহ্ণ
সিরাজুল ইসলাম শেখ গাইবান্ধা প্রতিনিধিঃ
২৩ নভেম্বর ২০২০ সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেরিনা আফরোজ ও পুলিশ বাহিনীর সদস্যদের সহযোগিতায় পলাশবাড়ী উপজেলার চৌরাস্তায় মাস্ক পরিধান ব্যতিত বাহিরে ঘোরা-ফেরা ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার অপরাধে, সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় সরকারি কাজে বাধা প্রদান করায় ১ জনসহ ৯ জন ব্যক্তিকে পৃথক ৯ টি মামলায় ৩,৫০০/- টাকা জরিমানা করা হয়।
করোনাভাইরাস এর মহামারি আবারও জীবনযাত্রাকে ব্যহত করছে। এই শীতে করোনার দ্বিতীয় ঢেউ হিসেবে অনেকে আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যু বরণ করছেন। তাই নতুন স্বাভাবিক জীবনযাপনের প্রতি সরকার বেশি গুরুত্ব দিচ্ছে। এর ধারাবাহিকতায় লকডাউনে না গিয়ে সবাইকে মাস্ক পরিধান নিশ্চিত করার আহবান জানানো হয়েছে।
নিজে মাস্ক পরিধান করুন এবং অন্যদের সহযোগিতা করুন।