৯:৩৫ অপরাহ্ণ
ক্ষেতলালে হুইপ স্বপন ও তাঁর সহধর্মিণীর রোগ মুক্তি কামনায় দোঁয়ার আয়োজন

ক্ষেতলালে হুইপ স্বপন ও তাঁর সহধর্মিণীর রোগ মুক্তি কামনায় দোঁয়ার আয়োজন-thetopnews24.com
১৫ নভেম্বর ২০২০ ৯:৩৫ অপরাহ্ণ
আখতারুজ্জামান তালুকদার, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা পরিষদের আয়োজনে হুইপ স্বপন ও তাঁর সহধর্মিণীর রোগ মুক্তি কামনায় দোঁয়ার আয়োজন করা হয়েছে।
আজ রবিবার ১৫ নভেম্বর বিকেল ৪ টায় ক্ষেতলাল উপজেলা পরিষদের সভা কক্ষে ক্ষেতলাল উপজেলা পরিষদের আয়োজনে জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও তাঁর সুযোগ্য সহধর্মিণী করোনায় আক্রান্ত হওয়ায় রোগ মুক্তি কামনায় এক দোঁয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে নবীর উপর দরুদ পাঠ শেষে দোঁয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম রুহুল আমিন।
এসময় উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, নির্বাহী কর্মকর্তা এ, এফ, এম আবু সুফিয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নাহার গুন্না, পিআইও রুহুল আমিন পাপন, মাধ্যমিক শিক্ষা অফিসার ছফিউল্লাহ সরকার, কৃষি অফিসার সাইদুর রহমানসহ সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীসহ সাংবাদিকবৃন্দ।