৬:৫০ অপরাহ্ণ
ক্ষেতলালে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

ক্ষেতলালে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন-thetopnews24.com
১৬ ডিসেম্বর ২০২০ ৬:৫০ অপরাহ্ণ
আখতারুজ্জামান তালুকদার, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলালে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উদযাপন করা হয়েছে।
আজ বুধবার ১৬ ডিসেম্বর সকাল ৬ টা ৪০ মিনিটে ক্ষেতলালে উপজেলা প্রশাসনের আয়োজনে লাল সবুজের জাতীয় পতাকা উত্তোলন করেন কর্মসূচির প্রধান অতিথি ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল। এরপর ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর এর উদযাপন পর্ব। ক্ষেতলাল উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন ক্ষেতলাল উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, ক্ষেতলাল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ক্ষেতলাল থানা, ক্ষেতলাল পৌরসভা, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠন, জাতীয় পার্টি, ক্ষেতলাল অফিসার্স ক্লাব, ক্ষেতলাল পৌর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, বড়াইল ইউনিয়ন পরিষদ, ক্ষেতলাল রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন সংগঠন।
বিজয় দিবস উদযাপনের দ্বিতীয় পর্ব সকাল ১০ টা ৩০ মিনিটে অনলাইনে ( ভার্চুয়াল মিটিং) " জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারন ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন " শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার এ, এফ, এম আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন (ভার্চূয়াল) আলোচনা সভায় অংশগ্রহণ করেন ক্ষেতলাল উপজেলা শিক্ষা অফিসার মোজাম্মেল হক শাহ , সহকারী শিক্ষা অফিসার অচিন্ত কুমার মহন্ত, মাধ্যমিক শিক্ষা অফিসার ছফিউল্লা সরকার, সমাজ সেবা অফিসার মিজানুর রহমান, মৎস অফিসার রাবেয়া ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) মৌসুমি হক, ক্ষেতলাল সরকারি এস এ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আয়ূব আলী, সাংবাদিক আখতারুজ্জামান তালুকদার, হাসান আলী ও ক্ষেতলাল উপজেলা তথ্য কেন্দ্রের পোগ্রামার খাযরুইয়ার রহমান প্রমূখ।
এছাড়া যহর নামাজ শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য উপজেলার বিভিন্ন মসজিদ ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোঁয়া কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে।