শনিবার,
জানুয়ারী ২৩, ২০২১
দেশজুড়ে ডেস্ক
৫:৪২ অপরাহ্ণ
গাইবান্ধার বাদিয়াখালীতে শৌলতারী ব্রীজ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

গাইবান্ধার বাদিয়াখালীতে শৌলতারী ব্রীজ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার-thetopnews24.com
২৭ নভেম্বর ২০২০ ৫:৪২ অপরাহ্ণ
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের বাদিয়াখালী টু তালুকজামিরা রোডের চকবরুল এলাকায় শৌলতারীব্রীজের নিচ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। ২৭ নভেম্বর শুক্রবার সকালে স্থানীয়রা বাদিয়াখালী টু তালুক জামিরা রোডের চকবরুল এলাকায় শৌলতারী ব্রীজের নিচে এক অজ্ঞাত যুবকের লাশ দেখতে পায় ।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে গাইবান্ধা সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে।গাইবান্ধা সদর থানার ওসি মাহফুজার রহমান বলেন, লাশ উদ্ধার করেছি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সম্পর্কিত খবর