৭:১৮ অপরাহ্ণ
জয়পুরহাটের কালাই ৪ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জয়পুরহাটের কালাই ৪ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার-thetopnews24.com
১৪ জানুয়ারী ২০২১ ৭:১৮ অপরাহ্ণ
আখতারুজ্জামান তালুকদার, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলায় ৪ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) ভোর ৪ টা ৩০ মিনিটে জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৩৩০ বোতল ফেন্সিডিল-৩৩০, ১ টি ট্রাক ও মাদক বিক্রয়লব্ধ নগদ ৪ হাজার ১ শ টাকাসহ ৪ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত ৪ মাদক ব্যবসায়ী হচ্ছে পাবনা জেলার বেড়া উপজেলার বনগ্রামের আব্দুস সামাদের ছেলে রিপন হোসেন (৩০) (ড্রাইভার), বিশালিকা গ্রামের সুরমোন আলীর ছেলে মামুন হোসেন (২৪), সাথিয়া উপজেলার দত্তকান্দি গ্রামের মৃত শের আলী ফকিরের ছেলে সেলিম ফকির (৩২), দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেব গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে নাহিদ ইসলাম (২৩)। আসামীগণ উদ্ধারকৃত ফেন্সিডিলসমূহ পাথর ভর্তি ট্রাকের মাধ্যমে বিশেষ কায়দায় দিনাজপুর জেলার হিলি হতে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে জানা যায়।
আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার কালাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।