১০:৪৯ পূর্বাহ্ণ
জয়পুরহাট মহিলা ডিগ্রী কলেজে নতুন ভবনের ভিত্তি স্থাপন করেন- এম পি দুদু

জয়পুরহাট মহিলা ডিগ্রী কলেজে নতুন ভবনের ভিত্তি স্থাপন করেন- এম পি দুদু -thetopnews24.com
১৪ নভেম্বর ২০২০ ১০:৪৯ পূর্বাহ্ণ
আখতারুজ্জামান তালুকদার, জয়পুরহাটঃ
জয়পুরহাট মহিলা ডিগ্রী কলেজে নতুন ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন- এম পি এ্যাডভোকেট সামছুল আলম দুদু।
গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) জয়পুরহাট জেলা সদরের মুসলিম নগর এলাকায় অবস্থিত জয়পুরহাট মহিলা ডিগ্রী কলেজে জাতীয় বাজেট (৭০১৬) প্রকল্পের আওতায় চারতলা ভিত বিশিষ্ট নতুন একতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য (৩৪) জয়পুরহাট -১ ও স্বরাষ্ট্র মন্ত্রানালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সামছুল আলম দুদু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জজ কোর্টের জি পি এবং জয়পুরহাট মহিলা ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল মুমিন মন্ডল, সহকারী অধ্যক্ষ মেহেদী হাসান, ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য গোলাম হক্কানী।
এছাড়া উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক, সহকারী অধ্যাপক ও কর্মচারীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। প্রকল্পটি বাস্তবায়ন করবেন জয়পুরহাট শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।