৫:২৯ অপরাহ্ণ
জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত আটক

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত আটক-thetopnews24.com
২৪ ডিসেম্বর ২০২০ ৫:২৯ অপরাহ্ণ
আখতারুজ্জামান তালুকদার, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলার ক্ষেতলালে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল বুধবার ২৩ ডিসেম্বর রাত ১১ টা ৪০ মিনিটে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার পৌর এলাকার মুন্দাইল মোড় হতে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ০৬ সদস্য কে হাতে নাতে আটক করেছে ক্ষেতলাল থানা পুলিশের একটি অপারেশনাল দল।
ক্ষেতলাল থানা সূত্রে জানা যায়, আটক ৬ ডাকাত সদস্যরা হচ্ছে-গাইবান্ধা জেলার সদর উপজেলার খোদ্দমালিবাড়ি গ্রামের আমির হোসেনের পুত্র আব্দুল হাই (৪৩), বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার তিরিশ গ্রামের আজাহার আলীর পুত্র কালাম (৩৫), একই গ্রামের মৃত ফারাজ সরদারের পুত্র হেলাল সরদার (৪২), একই উপজেলার তিলস গ্রামের আজাহার আলীর পুত্র রমজান আলী (৩০), বগুড়া সদর উপজেলার নিশিন্দারা পূর্বপাড়ার মৃত আজীমুদ্দীনের পুত্র বকুল মিয়া (৩৪), জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার পূর্ব শাখারঞ্জ গ্রামের মোতালেব হোসেনের পুত্র মেহেদী হাসান (২৫)।
এসময় আটক ডাকাত সদস্যদের নিকট হতে ডাকাতির কাজে ব্যবহৃত রামদা, হাসুয়া , শাবল, হাইড্রলিক্স প্লাস, লাঠি, ১৫ কেজি রশিসহ একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৫-৮০৬৪) জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আরও ২ জন আসামী পলাতক রয়েছে। তারা হলো জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার খলিশা গাড়ী গ্রামের বাবুল হোসেনের পুত্র রাজা মিয়া (৩৯) ও কালাই উপজেলার মুরাইল গ্রামের ছালাম (৪৫)। অজ্ঞাত আসামী রয়েছে আরও ৪/৫ জন।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা ডাকাতির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় একটি অস্ত্র আইনে ৩৯৯ ও ৪০২ ধারায় এবং অপরটি ডাকাতি অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। যার মামলা নম্বর-০৭ ও ০৮।