বৃহস্পতিবার,
এপ্রিল ১৫, ২০২১
দেশজুড়ে ডেস্ক
১:৪৯ অপরাহ্ণ
গাইবান্ধায় ভূমি মালিকদের মামলায় চারলেনের কাজে ধীরগতি

গাইবান্ধায় ভূমি মালিকদের মামলায় চারলেনের কাজে ধীরগতি-thetopnews24.com
১৯ নভেম্বর ২০২০ ১:৪৯ অপরাহ্ণ
গাইবান্ধা শহরে দেড় কিলোমিটার রাস্তা চার লেনের কাজ শুরু হলেও নানা প্রতিবন্ধকতায় তা চলছে ধীরগতিতে।
২০১৯ সালে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শহরের পুরোনো জেলখানা মোড় পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা চার লেন করার কাজ শুরু হয়। শুরুর পরপরই এক কিলোমিটার অংশে জমির মালিকদের মামলায় আটকে যায় কাজ। অভিযোগ, সড়ক বিভাগ জমি বাবদ কোনও ক্ষতিপূরণ না দিয়ে চারলেন করার সিদ্ধান্ত নেয়। তবে, জমি অধিগ্রহণসহ অন্যান্য টাকার বেশিরভাগ পরিশোধ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল মতিন।
সম্পর্কিত খবর