১০:৪২ পূর্বাহ্ণ
চিকিৎসক হয়ে ফিরছেন পপি

চিকিৎসক হয়ে ফিরছেন পপি-thetopnews24.com
৩ অক্টোবর ২০২০ ১০:৪২ পূর্বাহ্ণ
দীর্ঘ সময় ধরে ঢালিউডে জনপ্রিয়তা নিয়ে অভিনয় করে যাচ্ছেন চিত্রনায়িকা পপি। নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন এবং দর্শকের ভালোবাসাও অর্জন করেছেন। ‘ভালোবাসার প্রজাপতি’ নামে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ‘কুলি’ খ্যাত নায়িকা। এটির প্রযোজনায় রয়েছে ইমপ্রেস টেলিফিল্ম। যৌথভাবে ছবিটি পরিচালনা করবেন রাজু আলীম ও মাসুমা তানি। শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতারা।
এই ছবিতে থাকবে ভালোবাসা, লকডাউন ও ডিভোর্সের গল্প। সেখানে পপিকে দেখা যাবে একজন চিকিৎসকের ভূমিকায়। নায়িকা জানান, ‘নতুন এই ছবিটি আমার জন্মদিনে উপহার হিসেবে পেয়েছি। ছবির গল্পটা অসাধারণ। গল্প ও চরিত্র মিলে দর্শক দারুণ একটি ছবি উপহার পাবেন- এমন প্রত্যাশা করতেই পারি।’
ভক্ত-সমর্থকদের অভিযোগ, ইদানীং পপিকে সেভাবে পর্দায় পাওয়া যাচ্ছে না। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘সবসময় ভালো চরিত্র ও গল্পের সন্ধান করি। তাই গতানুগতিক গল্প বা চরিত্রে কাজ করার কোনো ইচ্ছা নেই। এর মানে এই নয় যে, আমি কাজ ছেড়ে দিয়েছি। ভালো গল্পের সিনেমা পেলে অবশ্যই করব।’
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দেশের চিকিৎসকরা নিজেদের জীবনবাজি রেখে কীভাবে করোনা আক্রান্ত রোগীদের সেবা করে যাচ্ছেন তা কিছুটা হলেও অনুধাবন করতে পেরেছি এ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে। চিকিৎসকদের জীবন অনেক চ্যালেঞ্জের ও কষ্টের।’ এখন থেকে নিয়মিত অভিনয় করবেন বলে জানিয়েছেন পপি।