৮:২৯ অপরাহ্ণ
ক্ষেতলালে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধণ

ক্ষেতলালে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধণ-thetopnews24.com
২৫ নভেম্বর ২০২০ ৮:২৯ অপরাহ্ণ
আখতারুজ্জামান তালুকদার, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলালে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধণ করা হয়েছে। জানা যায়, আজ বুধবার ২৫ নভেম্বর ক্ষেতলাল উপজেলার চৌমুহনী বাজারে ব্যাংকিং সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধণী অনুষ্ঠানে বগুড়া জোনের প্রধান আব্দুস সোবহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল,
গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহারুল ইসলাম, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোফাজ্জল হোসেন, মামুদপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামীম, মামুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক এইচ এমন নুরুন নবী চৌধুরী রতন, ক্ষেতলাল উপজেলা আওয়ামী যুবলীগের সহজ সভাপতি আবু মূসা কিং প্রমূখ।