৪:৩৭ অপরাহ্ণ
পলাশবাড়ীতে নকল সার-বীজ বিক্রি ও মজুদ রাখার দায়ে জরিমানা আদায়

পলাশবাড়ীতে নকল সার-বীজ বিক্রি ও মজুদ রাখার দায়ে জরিমানা আদায়-thetopnews24.com
১২ জানুয়ারী ২০২১ ৪:৩৭ অপরাহ্ণ
সিরাজুল ইসলাম শেখ গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে নকল সার- বীজ বিক্রি ও মজুদ রাখার অপরাধে রুবেল নামের এক ব্যাক্তিকে আটক করে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করা হয়েছে।
১১ জানুয়ারি (সোমবার) সন্ধ্যায় উপজেলার ঢোলভাঙা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সার ব্যবসায়ী রুবেলের ব্যবসা প্রতিষ্ঠান ও তার গুদামঘরে মজুদকৃত বিভিন্ন কোম্পানির মোড়কে নকল সার,বীজ ও কীটনাশক দ্রব্যাদিসহ ব্যবসায়ী রুবেলকে আটক করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে (সার বাস্তবায়ন আইন/২০০৬) ব্যবসায়ী রুবেলের ২ লক্ষ টাকা জরিমানা আদায় করেন এবং জব্দকৃত নকল দ্রব্যাদি আগুনে পড়ে ফেলা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান,রুবেল দীর্ঘদিন থেকে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে নকল সার,বীজ ও কীটনাশকের ব্যবসা করে আসছেন এবং সাধারণ কৃষককে ধোকা দিচ্ছেন। স্থানীয়রা আরো বলেন, কৃষি অফিসের বিএসসহ অনেকেই রুবেলের দোকানে প্রায়ই আড্ডা দিতে দেখা যায়। বিষয়টি খতিয়ে দেখার দাবী জানান তারা।