৭:৫১ অপরাহ্ণ
ক্ষেতলালে শহীদ বুদ্ধিজীবী ও ক্ষেতলাল মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ক্ষেতলালে শহীদ বুদ্ধিজীবী ও ক্ষেতলাল মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত-thetopnews24.com
১৪ ডিসেম্বর ২০২০ ৭:৫১ অপরাহ্ণ
আখতারুজ্জামান তালুকদার, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলালে শহীদ বুদ্ধিজীবী ও ক্ষেতলাল মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১৪ ডিসেম্বর) সকাল ১০ টা ৩০ মিনিটে ক্ষেতলাল উপজেলা পরিষদের সভাকক্ষে শহীদ বুদ্ধিজীবী ও ক্ষেতলাল মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, ১৯৭১ সালে পাকিস্তান পরিকল্পিতভাবে ১৪ ডিসেম্বরে সবচেয়ে বেশী সংখ্যক বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। তাই বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর "শহীদ বুদ্ধিজীবী " দিবস হিসেবে ঘোষণা দেন।
আলোচনা সভায় ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার এ, এফ, আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্ষেতলাল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্ষেতলাল পৌর মেয়র সিরাজুল ইসলাম, ক্ষেতলাল উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন নাহার গুন্নাহ ও ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ মোল্লা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ নীরেন্দ্র নাথ মন্ডল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আজাহার আলী মন্ডল ও মোফাজ্জল হোসেন, জয়পুরহাট জেলা সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার ছানোয়ার হোসেন, ক্ষেতলাল উপজেলা কৃষি অফিসার জাহিদুর রহমান, শিক্ষা অফিসার মোজাম্মেল হক শাহ।
আলোচনা সভায় বক্তারা, শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাভরে স্মরণ করে রুহের মাগফেরাত কামনা করেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার তীব্র প্রতিবাদ জানান। এছাড়া মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজাহার আলী মন্ডল ও মোফাজ্জল হোসেন মুক্তিযোদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধার সাবেক সাংগঠনিক কমান্ডার আকবর হোসেন সরদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, আশরাফ আলী, মোস্তাফিজুর রহমান, তোফাজ্জল হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার রুহুল আমিন পাপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছফিউল্লা সরকার, মহিলা বিষয়ক অফিসার নওজেশ আরা, মৎস্য অফিসার রাবেয়া ইয়াসমিন, পল্লী উন্নয়ন অফিসার গোলজার হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম, বন কর্মকর্তা মিঠু তালুকদার, ভারপ্রাপ্ত উপজেলা সমবায় অফিসার আমিরুল ইসলাম ও সাংবাদিক আজিজুল হক ও সাংবাদিক আখতারুজ্জামান তালুকদার প্রমূখ।